শনিবার   ০৩ মে ২০২৫   বৈশাখ ২০ ১৪৩২   ০৫ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮৮

ভাষা শহীদদের প্রতি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন 

আরিফ চৌধুরী, গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২২  

 মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহ্সান রাসেল।

 

সোমবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতাল প্রাঙ্গণে শহীদ মিনারে শ্রদ্ধা জানান প্রতিমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

 

এসময় আরও উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান ও যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সনজিৎ কুমার মল্লিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেনসহ অসংখ্য নেতাকর্মীরা।

 

পরে বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া বিভিন্ন শ্রেণিপেশার মানুষও ব্যক্তি উদ্যোগে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে ছুটে আসেন শহিদ মিনারে।

এই বিভাগের আরো খবর